কিমাম

মেঘের ধাক্কায় ফের আমিই হচ্ছি 
কাঁটাকুরুশের নীলে আঁশটে আঁতুড় 
স্তনের ধাক্কায় লাল আমির হরদম 
গানের কিমামে। বায়ুগণিকার ডানার শিখায়
যোনির লম্বা শিসে আমারই ফুড়ুত
গোধূলিঘসটানো। কবজার হাড়ে খাঁখাঁ
পাখিদের শূন্য লেগে যায় 




বস্তু 

আয়নার ভিতর দিয়ে চলে যাওয়া কাচের 
লম্বা বন আয়নার স্মৃতির প্রলাপ
পেরেক পোঁতার ভারী নির্জন ঝোরার ইস্পাত
খুব শীতের ভেতর খুব শীতকাল সরু ডাকের হিজাব
বস্তুকে ঠেলছে বস্তুর রঙের সফরে 
লাল বাড়িঘর লাল চিৎকারের হাঁস
মেয়েপাথরের ঝিলে গলাছেঁড়া আকাশ ফোঁপায়




সমীরণ ঘোষ


Post a Comment

নবীনতর পূর্বতন