মা-মরা গাছ  

বাঁদিক বেঁকে যাচ্ছে। ধান্দাবাজ শিরোমণি। 
বিনামূল্যে পাঠ্যবই। লিখে চলেছে এক অন্ধ মাস্টার।

মা- মরা গাছ অশৌচ পালন করছে।দুপুরবেলায়।
নিজের ছায়ায় দাঁড়িয়ে। সকলেই ভাবছে।
ঘাম ও ডাকঘর সম্পর্কে অনেক লেখাই তো হোলো। 

এখন ফ্যাসিস্ট অন্ধকার। 
বলো শুভ রাত্রি। 
বলার সময় হাইসেনবার্গকে না ডাকাই ভালো। 







শেষ অধ্যায় 

ঘর থেকে বেরিয়ে  গেল। শেষ অধ্যায়। 
পৃথিবী এখন বাতাসে উড়ছে।নক্ষত্রের শ্লোক।

টুপটাপ  ঝরে পড়ছে। শীতকালীন মেঘ। বৃষ্টি। 
নৌকো ভর্তি অকুলান সম্ভার।
সাত কলসির জল। কান্না কিংবা মায়া।
সবই পরমানুর সার্কাস।
সে যাই হোক। সংসার। নিরঙ্কুশ শূন্য হাত।

বালি আর জল। জল আর বালি। 
ভেসে যাচ্ছে পোড়া অস্থি। ফুল।
আর প্রবাহের সম্মোহন। দিকচিহ্নহীন।




প্রকাশ ঘোষাল

Post a Comment

নবীনতর পূর্বতন