সবর্ণ

আছো ভাষা!
এটুকু নিশ্চিত হলে শহীদের
বেদী ধুয়ে দি।
এ উপোষী দহন বেলা। নুয়ে পড়া মেরুদণ্ডে মিছিলের ভার সয়না।ধুলো জমা রাজপথে স্লোগানে স্লোগানে যত চুক্তিপত্র তাতে ঝিঁঝিঁ ডাকে। 
আমার শরীরে আঘাতের চিন্হ নেই তবু রক্তে ভেসে যাই! 
দেশভাগ বলো কাকে! 
উচ্চারণ বলো কাকে!
এসো পয়মন্ত মায়ের আঁচল
তোমার গায়েতে শঙ্খ নাদ লিখি।




বন্যা ব্যানার্জী

Post a Comment

নবীনতর পূর্বতন