অন্ধ ডুমুর গাছের ফুল 




গাছটি থেকে শুষে নিতে হবে রসদ

বুকের বাঁ দিক ঘেঁষে যে যন্তরটি বাজছে 

সে অনুপস্থিত ডানদিকে 

সুতরাং বিপরীতে সালাম ফিরলাম

তারপর গূঢ় মোনাজাত 


গাছটির সমূল উপরে ফেলার সংকল্প 

গড়ে তুলেছে রাজ্যের আগাছা 

কীটনাশক আরও কতো কতো 

রকমের ফর্মুলায়






ক্যাম্পের কাছেই প্রচলিত ছায়া

যেখানে সূর্যের বিজ্ঞাপন নেই

শুধু চাঁদ আর চাঁদহীন নিশাচর 

ঘুঘু ফোটা ভোরের আলোয় আয়নার মুখ 

জলের গভীর সেরেস্তায়

বিচারক উসকে দিতে চাইছেন 

ট্রাপিজ সম্পর্কিত কিছু খুচরো আলোর আালাপ


মসনদে হরিণটিকে আদর করছেন বাঘ







কয়েক কিসিম এগিয়ে যেতেই 

দুটি মুরগির মোলাকাত 

কয়েকটি ছাগলকে তারা শোনাচ্ছিলেন সমূহ ইতিহাস 

আমার ঈশ্বর বেচারা এমনিতেই খুব দুখি

কারও ভালোমন্দে তিনি কখনোই নাক গলাবেন না


বাঘের ডাক ও বিড়ালের যাত্রাপথে কখনোই তিনি সাক্ষী হতে নারাজ






এখনও কোন চরিত্রের দেখা নেই 

শুধু তুলির দীর্ঘশ্বাস আর রঙিন হাপিত্যেশ 

শিল্পীর রুচি নিয়ে আদর আপ্যায়ন জানাতে জানাতেই মুখরিত ফুল শাখায় শাখায় 


ডাল থেকে ভিন প্রদেশে উড়ে বসছে প্রজাপতি 


আমরা শুধুই দেখবো চাঁদের লাঠি 

জাদুকর কিছুক্ষণ পরেই সামনের আলো নিভোলেন







জানলা দিয়ে ভবিষ্যৎ দেখা যাচ্ছে 

দরজায় দাঁড়িয়ে আছেন মহারাজ

দুচোখের অষ্টকমল 


গোপাল এ কথার মর্মার্থ আগেই বুঝেছিলেন 







কালো বেড়ালটির চরিত্রে ঢুকে পড়লেই 

রাস্তা কাটি নিজেই নিজের

আঁচড়াই-হাঁজড়াই শরীর থেকে রক্তের প্রাচীন সং ফোয়ারায়—


তোমার নৌকোয় দুটি ঠোঁটের ভরাডুবি আমি দেখতে পাই 






ফিতে দিয়ে কখনোই মাপতে যায়নি ডুমুর গাছ

একটু সোহাগ একটু মধু একটু চুন

রানি নক্ষত্রের গালে আরক্ত হতেই 

সে লালে লাল


আহা দুগালে টোল 

বিড়াল মাংসলভাবে বিভোল


ওহো কোঁচড়ের বিড়ালটি হতে পারি না




আমিনুল ইসলাম 


Post a Comment

নবীনতর পূর্বতন