পারাপার

এইসব মাংশাসী চেতনায়
নাবালক পথ যাবে কোনদিকে

সাদারঙে পা রেখে উড়ে গেল যে পায়রা
তাকে বেকুব জেনেছি

অক্ষম অক্ষর খুঁজে ঘুমোয়নি তোমার বাছাটি

ভাষাহীন এই যে চলন
তুমি তার হাত ধরে বিধিগুলি পার করে দাও





অন্নদা

...........দেখেছি
ক্ষয়িষ্ণু যে আলো ভিতরে জাগায়
তুমি তার উথলিত সুর

পেরিয়ে যাওয়ার আগে পরস্পর
ফুল দিই, কথা-গল্প-গান
বিনিময়, সেরে নিই একটি জীবন

ভরসা দাও জননী
সহস্র জন্ম হোক আখরে তোমার 





দেবশ্রী দে


Post a Comment

নবীনতর পূর্বতন