হোমকবিতা দেবশ্রী দে : দুটি কবিতা ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter পারাপারএইসব মাংশাসী চেতনায়নাবালক পথ যাবে কোনদিকেসাদারঙে পা রেখে উড়ে গেল যে পায়রাতাকে বেকুব জেনেছিঅক্ষম অক্ষর খুঁজে ঘুমোয়নি তোমার বাছাটিভাষাহীন এই যে চলনতুমি তার হাত ধরে বিধিগুলি পার করে দাওঅন্নদা...........দেখেছিক্ষয়িষ্ণু যে আলো ভিতরে জাগায়তুমি তার উথলিত সুরপেরিয়ে যাওয়ার আগে পরস্পরফুল দিই, কথা-গল্প-গানবিনিময়, সেরে নিই একটি জীবনভরসা দাও জননীসহস্র জন্ম হোক আখরে তোমার দেবশ্রী দে Tags কবিতা Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন