যিশুঅক্ষর  

ক্রুশবিদ্ধ অক্ষরের  দোলনা 
দোলনার পেরেক 
পেরেকের তুমি মধুঃশিরাধ্বনি 
গর্ভপাতের দিনে 
কেবলই অনাবৃত অনাথ ভাসান 
বৈদ্যুতিক চুল্লীতে পাতা পাতা লাশ 
কাল? 
কালের খোঁপায় গোঁজা পাখি 
পাখিটান তোমার ধমনী-বাহিত  
বাহিত হয় এইসব কাল নদীপথে 
নদীপথ অগাধ অপার
অপারের হয়েছে বয়স 
বয়সের প্রস্থচ্ছেদ হয় কবে
বৃত্ত গোনার?





বিমান কুমার মৈত্র 


Post a Comment

নবীনতর পূর্বতন