মনে পরে                                                     

এই ঘুম চেয়েছিলাম একদিন 
আজ ফিরিয়ে দিলো সে 
এখন গভীর রাত
রাতের নির্জনতা ভেঙে জেগে উঠি 
সঙ্গে সেই সমুদ্রতীর 
তোমার গর্জনের মতো                  
সেই অপ্রত্যাশিত হুঙ্কার 
শাষনের তর্জনী 
কেবলই চোখ রাঙানো
এতো বৃষ্টি 
আমি বৃষ্টির স্রোতে ভাসতে থাকি
আজ দেখি তোমার ও চোখে
গরিয়ে নামছে জল
এই জলে এতো বেশি লবণ 
এই লবণ একদিন কিনতে
কী কষ্টই না হয়েছিল 
আজও মনে পরে সব মনে পরে
কেবল তোমাকে না...




ঝগড়া

এখন প্রতিটি রাত জাগি পাখিদের সঙ্গে 
ওরা কী আনন্দেই না বেঁচে আছে
যা আমাদের শিক্ষানিয়
ওরা কথা বলে খাবার ভাগ করে খায়
ঝগড়া ও যে  করেনা তা কিন্তু নয়
তবে সে ঝগড়া আনন্দের 
ঝগড়া যে আনন্দের হয় সেটা পাখিদের কাছে শিখেনিতে হয় !
কিন্তু  মানুষ ঝগড়া করে
কেবলই কষ্ট দেওয়ার জন্য....





জ্বর

তোমাকে নিয়ে আমার কোনো মাথা ব‍্যাথা নেই 
আমার মাথা ব‍্যাথা আমার নিজের জন্যই 
সকাল থেকে সন্ধ‍ে এই বৃষ্টিতে ভিজে ভিজে 
গা বমি বমি করে জ্বর আসলে 
গুলিয়ে যায় সবকিছু 
এমনকি আমার নিজস্ব পৃথিবী 
যেখানে আমি অবাধ বিচরণ করতে পারি 
স্বপ্ন দেখতে পারি সবসময় 
সেইসব যাত্রাপথ থৈ থৈ জলে ভেসে যাচ্ছে সাপের মতো এঁকে বেঁকে 
আমি অসহায়ের মতো ভেসে যাচ্ছি
বইমেলায় মানুষের ভিড়ে...



প্রেম 

এইভাবে একা একা বসেথাকা সমুদ্রতীরে
যেন নিঃসঙ্গতাকে ডেকে আনা
পায়ে পায়ে জড়িয়ে ধরে সমুদ্রফেনা
ওই দূরে নৌকা 
আরো দূরে জাহাজ যায় বঙ্গপোসাগরে
এখানে হাজারো পাখি যায় আসে 
ওরা দুজন বসে 
প্রেমিকাকে নিয়ে নাকি অন্য কেউ 
নির্লিপ্ত বাতাস বলছে সরে যাও সরে যাও
এবার চুল গুছিয়ে নাও
                    ওড়না ঠিক করো...





তামিলভারত    

ভয় এখানে বাঘের মতো কাজ করে 
মানুষ শুধু চরকির মতো ঘুরে 
মাথায় যেটা আসে 
সেটাই সে করে 
বোঝাবে কে তুমি বাপের সাধ‍্য নাই 
এরা আদিবাসী তামিলভূমি চায় 
তামিল হলেই ভাই ভাই
                         হিন্দু মুসলিম নাই 
এরাই মূল তামিল ভারতীয় 
                       আদিবাসী ভাই ভাই
হিন্দু মুসলিম নাই....





আমার পৃথিবী 

রাত গভীর হলেও জেগে থাকে আমার পৃথিবী 
হয়তোবা তুমিও
এভাবেই স্বপ্ন বোনা হয় চরাচর জুড়ে 
দিনান্তে বছর কেটে যায় 
জমে কিছু টাকা 
তা দিয়ে স্বপ্ন কেনা হয়
আমাদের মধ‍্যবিত্ত সংসারে !



রহিম রাজা


1 মন্তব্যসমূহ

  1. একসঙ্গে এতোগুলো কবিতা প্রকাশ করার জন‍্য সম্পাদককে ধন্যবাদ ...

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন