রথীন বন্দ্যোপাধ্যায়




অস্তিত্ব 

এই জনবহুল রাস্তা দিয়ে যাতায়াত আমার যাবতীয় অস্তিত্বের।


রাস্তার ধারে পড়ে থাকে শিকড় উপড়ানো প্রাচীন নিমগাছ। মিশে যায় চারচাকার সাথে বাইক, বাইকের সাথে অটো রিক্সা, অটো রিক্সার সাথে পদাতিকের দল।


ওই মৃত নিমগাছ, এই অসমসত্ত্ব মিশ্রণ—এখানেই আমার অস্তিত্ব।


শহরের এ রাস্তা থেকে ও গলিতে যাই, ও গলি থেকে সে পাড়ায় যাই—নিজস্ব বাড়িটি খুঁজে পাই না। পথচারীদের ডেকে জিজ্ঞেস করি, দাদা, A/215, ধীরেন সরনী লেন—স্যার, A/215—


বর্তমানে আমার ঠিকানাটাই অস্তিত্বহীন

Post a Comment

নবীনতর পূর্বতন