তাপসী লাহা 






ভালোবাসা ও ক্ষিদা

ভালোবাসার একটা চোরা স্রোত

টুকটুক হেঁটে যায় ভেতরে


বিষণ্ণ বোধ করি,


বিপন্নও ।



নগ্ন  শিরদাড়া
  
হাওয়ার      বিদ্রুপে     ফুঁপিয়ে কাঁদে।

রক্তের দাগ,

ছোপ ছোপ যৌনতা

রক্তহীন ঘ্রাণ, 

সাদা স্নেহের মৃদু পরতলাগা,

টাকরায় জল জমে,

চনচনে ক্ষিদাবোধ 

বধ্যভূম থেকে ফিরে আসে

শুধু কিছু হাড়ের অবকাশ।


অবসরে

স্বাদের কথা ভাবি ।

Post a Comment

নবীনতর পূর্বতন