বন্দনা বর্ধন




ভ্রণ থেকে

যতিচিহ্ন গুলো মুছে যাচ্ছে প্রদীপের শিখায়
বহুমাত্রিক কথায় কবিতার শব্দ
অনেক কিছু কমাতে হবে
দোলাচলে  ওঠে আসে বার বার 
অক্ষর বাঁচাতে গিয়ে অঞ্জাতনামা সত্য কিছু প্রলাপ বেরিয়ে পড়ে
চোখের জলে বৃন্ত ধুয়ে চৌকাঠের গোড়ায়
ভ্রুণ থেকে লালন পালন করে আজ নীরব বধির
বেঁচে মৃত রোজ মরণের দরজা থেকে ফিরে এসে বলে এ লড়াই শুধু তার
খাদের কিণারে  দাঁড়িয়ে বন্ধুত্ব
সূর্যের আলোয় ভরে ওঠে অধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন