অলক্তিকা চক্রবর্তী






সেই দেওয়াল

আদতে কি একটি আগু পিছু দেওয়াল...
তার গায়ে হাত রেখে খানিক জিরেন পায় জীবন

পাড় ভাঙে... জল পড়ে

সত্যিকারের এক আড়মোড়া ভাঙার গল্প শোনায় দিন

দিক দর্শন ঘিরে জমে ওঠা কথাটা কেমন হওয়ার দিকে

দিশারী সেই সব অতিকথন
যেন দেওয়ালের গায়ে ফুটে ওঠা চমক
নিজেকে দাঁড় করায় ...ধাক্কায়...

ভাঙচুর আর কোজাগরী সামিয়ানায় আবারও হাঁক দিয়ে যায় মোরাম বিছানো অন্ধকার

ওস্তাদি তামাতুলসী হাতে শপথ নেয় পরম্পরাগত ধুলোবালি

Post a Comment

নবীনতর পূর্বতন