রোদ খেলাপের গান
অ.
ঔজ্জ্বল্য
পুত্রবৎ অন্ধকার ঘনিয়ে মেঘ
না করলে আবাদ হয় না
আর এই ফুরসতে মাথার ভেতর নুয়ে পড়ে বাঁশ
আ.
বেড়া দিতে হবে
ভেবেই গুছিয়ে রাখা
ধার করা আকাশ-বাতাস তিনভাগ জল
তবুওতো না মরেই বেঁচে আছে ধম্মের কল
ই.
নিকষ ভুতুড়ে মুখ আঁধারের
দেখেও ভালোবাসা ছিপ ফেলেছিল
গভীরতায়
টোপ গিলতে গিলতে ঘনীভূত নীল
ঈ.
চোখের ভেতর চোখ রাখতেই
অগাধ
নাকানিচোবানি অথৈ নির্জনতার তালাব
কুঁড়ে খায় নারকোল
উ.
পরতে পরতে শরীর সর্বস্ব পিয়ানো
প্রাণবন্ত কামের পেয়ালা
চলকে
ভিজতে থাকে ভাদ্রমাস
ঊ.
শূন্য সীমানায়
অতসী অন্ধকারের হাত ধরে কে তুমি শ্রী
আমার নও
জ্যোতির্ময় আলো ফুটছে তোমার স্তনে
ঋ.
মুক্ত দেখে আদর করলেই
ঝিনুকটি সর্বস্ব সঁপেদিল ভালোবেসে
শরীরে জালবুনেদিল মাকড়সা
জীবাশ্মের ভেতর চলকে উঠল যুগল সৌন্দর্য
৯.
সাধন সঙ্গিনী
দাঁত বসানো অন্ধকারে
নিঃস্ব করো ঘর
খেয়ালের আবডালে সাজাও বেহায়া প্রদীপ
একটি মন্তব্য পোস্ট করুন