১)
মা...
আত্মার ক্রন্দনের আরেক নাম মা
আত্মার উপশমের আরেক নাম মা
আর কিছু না,
আজকে মায়ের কথাই বলি
শুধু মা-র সাথে যাই পুকুর ঘাটে
রূপকথা-পথ চলি
এক পৃথিবী অসুখ এখন, প্রাণ জাগে না গানে
বাস্তুহারা বালক জানে মা ধ্বনিটির মানে
২)
পরের জন্মে
বাউল পথিক,পরের জন্মে আমি যেন একতারা হই তোমার হাতে
পূর্ণিমাতে বোষ্টমী চাঁদ আসে যদি সঙ্গী হতে
অসুখ হলেও উঠবো বেজে চাঁদভাসি ওই মধ্যরাতে
বাউল পথিক,
পরের জন্মে আমি যেন রূপসায়রের খঞ্জনি হই
আমিই যেন রসকলি প্রেমের তিলক ...
অঙ্গে ধোরো সাধনপথে
৩)
সন্দেহ
পাশেই ছিলাম, এখনো পাশেই আছিতবুও ছোঁয়ার জন্যে দীর্ঘ জীবন খেলতেছি কানামাছি
নিজেকে নিজে ছোঁয়া কি যায়! কেউ পেরেছে!...কেহ?
সূর্য হারায়, রাত্রি আসে,
আজও রয়ে গেছে সন্দেহ
সম্পর্কটা বেশ আঁটোসাঁটোই --
কফিন আর শবদেহ
আমার কানামাছি খেলা হয় না যে শেষ,
প্রতি পদে সন্দেহ ...
আমার কানামাছি খেলা হয় না যে শেষ,
প্রতি পদে সন্দেহ ...
৪)
আশায় আশায়
তেড়েফুঁড়ে এসেছিল মেঘতারপর কোথায় বা কী!
ভেবেছিলাম অকাল বর্ষণে
ভেসে যাবে জ'মে ওঠা ছিঃ
এখনও মেঘ জমে মেঘে
এখনও আশায় আশায়
আমাদের কালো কুঁজো বুকে
যদি জ'মে থাকা ছিঃ ভেসে যায়
৫)
তর্পণ
কার কথা যে ভাবতেছিলাম !কাহার আঙুল ছোঁয়ার কথা..!
ভাবতে ভাবতে
চোখের কোণে গড়িয়ে পড়ে নীরবতা
৬)
যীশুকে চিঠি ----
প্রভু,হৃদয়-নদীতে চড়া পড়ে গেছে,
আর কোথা পাবো ক্ষমা...!?
মানুষের মনে ইট আর কাঠ...
পাথরের তর্জমা
তবুও হাসছ শিশুর মতন
তবুও বলছ -- ক্ষমা !
একটি মন্তব্য পোস্ট করুন