রবীন বসু
১
সভ্যতা শিরা কাটে
উদাসীন হাওয়া আর একটা বোকা মানুষ
কালভার্টে বসে আছে; গ্রামদেশ নিস্তরঙ্গ
পাখির পালক পড়ে আছে ভাঙা আলপথে
সাজানো গোছানো এই শামিয়ানা
সংকীর্তন-রাত্রি শেষ হয়ে যাবে বিষাদে
নির্বাক শুকতারা চেয়ে থাকবে স্থির;
আরও কত সূর্য নক্ষত্র মহাকাশ নিয়ে
আকাশগঙ্গা দিয়ে বয়ে যাবে জল, সময়
অসুস্থ হয়, নিরাময় খোঁজে খুব; সভ্যতা
নিজের হাতে নিজের শিরা কেটে দিচ্ছে অহরহ!
২
বিকল্প তিরের খোঁজ
সম্ভাব্য সন্ত্রাস নিয়ে কারা হেঁটে গেল?
হাড়ে হিম জমা হয়, সন্ত্রস্ত সমাজ
সবখানে এ রক্তচক্ষু! নির্দয় শাসানি
আমার পেশির বল তোমাকে চমকায়
নিদারুণ পরিবেশ, দমবন্ধ স্তব্ধ
এই যে শ্মশানভূমি, বধ্যভূমি বটে
নাগরিক সমাজের নাভিশ্বাস ওঠে
মানুষ বিপন্ন আজ, জীবন সন্ত্রস্ত!
শিল্প কী উধাও হল? কারিগর কারা?
শব্দের বাগান ঘিরে এত উমেদারি
পছন্দমাফিক এই পুরস্কার তালি
কোথাও বিপুল ঘুণ কুরে খাচ্ছে সব
মেরুদণ্ড ভেঙে গেছে তবুও একবার
উঠে আসে শব্দব্রহ্ম! সোজা হয় খাড়া
বিকল্প তিরের খোঁজে শিকারী প্রস্তুত
এবারেবই মহারণ! ফলাফল স্থির!
একটি মন্তব্য পোস্ট করুন