গোপাল বাইন
প্রসারিত
প্রসারিত শব্দটাই যথেষ্ট
ওর কাছে এসে
হাঁটতে পারো, দৌড়তে পারো
ইচ্ছে হলে ডানা মেলে উড়তে পারো।
কখনো কখনো কিছু শব্দ
কিছুতেই পুরনো হয় না
হঠাৎ বুকে এসে এমন ধাক্কা মারে
সমস্ত খোলস ছেড়ে দাঁড়িয়ে পড়ে।
আমি জানি
পৃথিবী যত সঙ্কুচিত হোক না কেন
প্রসারিত শব্দটি কোনদিন
মাথা নিচু করে বসে থাকবে না।
কানগল্প
কখনো কখনো কানগল্প
এতই পল্লবিত হয়ে ওঠে
তখন সেটা যে কানগল্প
আমাদের বিন্দুমাত্র সন্দেহ হয় না।
কানগল্পে মানুষ দেবতা হয়
দেবতা অপদেবতা হয়
ছাগলছানা ডানা গজিয়ে ওড়ে
কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।
আমরা বুঝে গেছি
সত্যি গল্প বড় ফ্যাকাসে ,ম্যাড়মেড়ে
কানগল্পই আমাদের সজীব রাখে।
প্রয়োজন
ফোনের রিংটোন অস্থির ভাবে বাজছে
একবার...দুবার... তিনবার...
যার ফোন ধরার কথা সে ধরছে না
কিংবা সে কাছাকাছি কোথাও নেই
অথবা তার আর ফোনের দরকার নেই।
ফোনটি বাজতে বাজতে এক সময়
ক্লান্ত হয়ে আর তোমাকে খুঁজবে না।
পৃথিবীতে কোনো প্রয়োজন চিরস্থায়ী নয়
সব প্রয়োজন সাময়িক।
ভালো লাগলো কবিতাগুলো। অভিনন্দন জানাই।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন