হামিদুল ইসলাম
স্মৃতি
আমার ঘরের চৌকাঠে শীত
ঘরে ঢুকছে বেরুচ্ছে
কিন্তু জাঁকিয়ে বসতে পারছে না
উত্তরের হাওয়া নেই। খটখটে ওয়েদার
হালকা ৱ্যাপারে উত্তাপ মাখি
অদূরে ট্রেণের কুঝিঁকঝিঁক
অপু হয়ে দৌড়োই। দৌড়োই সারা জীবন
সব স্মৃতি
জীবন দৌড়
আমিও ঘোড়া হয়ে ছুটি
মাথায় কুয়াশা। ভেজা ভেজা শরীর
পুরোনো স্মৃতিগুলো বুকের ভেতর নদী হয়ে ছোটে
হৃদয়
দুরন্ত রোদ্দুর ছুঁয়ে যায় মন
কবিতাকে বন্দি করি হৃদয়ের আলপনায়
নদীমেয়ে সিঁদুর মুছে দাঁড়ায় আমার বুকের ভেতর
শরীর শরীর গন্ধ
হাওয়ার ব্যালকনি আটকে যায় সোহাগ কথায়
কথাসব নীরব
জলের স্পন্দনে বর্ষা নামে
হৃদয় খেলাঘর
তবু ছায়া নামে। ছায়ারা আসে
শাদা মেঘের ভেলায় আজও দুলে ওঠে হৃদয়
কথা হয়
নাবাল জমিনে হাত তুলে বসে থাকতে থাকতে
রোদ এসে পড়ে চোখে
দেখি কোমল হাওয়া। শুভ্র মেঘের সংসার
অক্টপাশের মতো জড়িয়ে ধরেছে আমায়
অনিঃস্ব আলাপন
আসন ছেড়ে উঠে দাঁড়াই
আমার সামনে ঈশ্বর
নিরাকার
বোবা
একটু সরে দাঁড়াই। বৃষ্টির ছাঁট মাথার উপর
একটি মন্তব্য পোস্ট করুন