এখন তোমাকে ছাড়া
কিছুই ভাবছি না। ভাববার মত নেইও কিছু। মৃত নগরীতে কিছু কি বেঁচে আছে এখনো। হতদরিদ্র স্বপ্ন থেকে কুড়িয়ে পাওয়া বিকল্প আলোর নিচে পেতে ধরা নিরাশক্ত গল্পে ডুবে ডুবে জল খায় মেঘ। সন্দেহ দানা বাঁধে। আদৌ তুমিও কি কোন ভাবার মতো বিষয়। তবু ছাই ফেলতে ভাঙা কুলো। গরম ভাতের সাথে লেবুর গন্ধের মত তোমাকেও মিশিয়ে দিই। আংশিক মেঘলা ক্লাস রুমে দেখি, তুমিও বাতাসের আধ পাগলা আশিক।
একটি মন্তব্য পোস্ট করুন