চয়ন দত্ত 






ক্রমশ

হাইওয়ে ধরে বেশিক্ষণ
একা হাঁটা যায়না ।
ঘুমের মধ্যে
একটানা...

স্বপ্ন...

তুমি ছাড়া,
চলা মুশকিল হয়ে উঠছে দিন দিন ! 





২ 
অপ্রয়োজনীয় 

কবিতা লেখা ছেড়ে দেব ভাবি 

তোমায় দেখি... 

কি হবে
কবিতা লিখে ?






প্রমাণ 

এই যে এতো ভালোবাসি 
তবু , সন্দেহ 
কি প্রমাণ চাও ? 

রক্ত । নিশ্বাস । ঘুম ! 

কি প্রমাণ চাও বলো ? 

Post a Comment

নবীনতর পূর্বতন