বিমূর্ত

দু' টাকার জিনিস কুড়ি টাকায় কিনতে বাধ্য হয়ে

দাঁড়াই মজবুত একটা বাঁধের উপরে গিয়ে।

মেঘলা দুপুর। অচেনা গাঁ। দিক কি চেনা দ্যায়?


চোখের নায়কত্বে বিমূর্ত হেঁটে যাই …

কতটা পথ এগোলাম কিংবা পিছতে হল সে কি জানি?

হঠাৎ এক যে ছিল পসরা সেজেগুজে দেখি—


ইঙ্গিতে জানাতে থাকে, অপেক্ষায় কেবল আমার জন্যে।

পাক্কা দু'শত টাকার পণ্য—

কুড়িটা মাত্র টাকা হাতে নিয়ে এ বিক্রেতা মগ্নচৈতন্য‌!





হারাধন চৌধুরী

Post a Comment

নবীনতর পূর্বতন