চম্পাকলি

আমাদের নুন-পান্তা জীবন থেকে একটু দূরেই অন্ধ গলি ,
তোমার পঁচিশ কোটির পাতক বাঁচা যাচ্ছে পচে খাটের নিচে, ওয়াড্রবে;
অভুক্ত পেট ভালোই জানে খিদের কোনো ডাকনাম নেই,
মা বলেছে,ভাত মানে তো একমুঠো প্রেম 
ওঁং নারায়ণ লক্ষ্মীমাতার 

চাটাই পেতে চাঁদ শুয়েছে আকাশতলে গল্প দাওয়ায়..
এই তো সময় ,সুলক্ষণা ,
নুন-পান্তা জীবন এঁকে সর্ষে ফুলের রঙ বোলাবো
ভেঙে যাওয়া একটা মানুষ কেমন করে টুকরোগুলো আবার জোড়ে,ফসল ফলায় 
এবার আঁকি সহজ মানব যে মনের ভেতর একলা পোড়ে

অন্ধ কী আর অন্ধ থাকে,চিরকালই !

স্বর্ণচাঁপা সুখ নেমেছে সতীন কাঁটায় বিদ্ধ গলি;
খিদের কোনো ডাকনাম নেই, 
আমরা বলি চম্পাকলি 







পঙ্কজ মান্না 

Post a Comment

নবীনতর পূর্বতন