অলংকরণ : আদিত্য প্রত্যূষ





দূরত্ব 

বেলা পড়ে আসার নিরিবিলি শব্দ আছে 

যখন তুমি ক্ষণিক বিশ্রামের টোপে
আদরে আস্থা রেখে
দেহ এলিয়েছ দুপুরের গায়ে

আর তাকিয়েছ
সেই অচেনা পাখিটির দিকে 
যে বাতাসের কোমলতা পেরিয়ে 
দূরত্বকে বশে এনেছে অনায়াসে 

অনেক বছর হলো
আমরা কাছে আসিনি...





ধারামেঘে

পাহাড় আর কুয়াশার গাঢ় অস্বস্তির ভেতর 
খালি পায়ে হেঁটে যাই, ক্রমশ 
ঘনত্বে আসক্ত পাইনের বন

আকাশের নীল সুরে
শিশির নামমাত্র তরলবাদক

এখানে প্রেমিকাকে ডেকো না 
সুউচ্চতায়, সমুদ্রের যৌনতা মানায় না 





সৃশর্মিষ্ঠা 

Post a Comment

নবীনতর পূর্বতন