অলংকরণ : আদিত্য প্রত্যূষ







কোথায় ফেলবে নোঙর 

এবং 
সেই মুহুর্ত। অসংখ্য হারমোনিয়াম। 
বেজে উঠছে হাওয়া। 
ছায়াময় হাড়। আর কিলবিল স্বপ্ন পুরাণ। 

এই যে বাহ্যজ্ঞান । পাঁচফোড়ন। ময়ুর মুদ্রা।মূর্খ শ্লোগান। 
চ্যানেলে চ্যানেলে ক্যাঁচাল।
রঙিন খেউড়। নীল সার্কাস। মোমের মিছিল।
হ-হা, ঢুকে পড়ছে। বিছানায়। হাই তুলছে আয়না। 
তাতে পৃথিবীর কী এসে যায়। 
বরং বলো।
জিন্দাবাদ  মাই ডিয়ার খুলি।  খুলির মিউজিয়াম। 

অথবা এসব কিছুই নয়। জান কবুল।
নিসর্গের পদাবলি। নৌকোর মাথায় অপ্সরার নাচ। 
দেখতে দেখতে।
প্রত্যেকেই ভুলে যাচ্ছে। খিদে ও নি:স্বতার দাগ।

ঐ যে ঘুলঘুলি। ফাঁকফোকর। জাগ্রত ঈশ্বর। 
হাতছানি দিচ্ছে। ব্ল্যাকহোল। পাঁজরের শেষ বাজনা।

এখন ঘুমিয়ে পড়ছে পৃথিবী। সমস্ত মতবাদ।
শুধু চোখের অক্ষর। খুঁজছে।
কোথায় ফেলবে নোঙর।






প্রকাশ ঘোষাল 

Post a Comment

নবীনতর পূর্বতন