প্রেমপত্র
অপেক্ষারা থিতিয়ে পড়েছে মেঘেদের
নাটকয়ী অভিযোজনে।
যে আরাত্রিক আলো নিয়ে আমায়
পিছু করো --
তখন গর্ভকেশরে পেঁচিয়ে থাকে নীলাভ ভালোবাসা ।
সবশেষে , বৃষ্টিশাবকরা খুঁজে নেয় একটি নিষিদ্ধ সন্ধ্যা
অনেক শঙ্খ রঙ্গন ছায়া নিয়ে ঘেষে থাকে সেখানে।
ছায়ার পাশে থাকা কমাগুলিকে সরিয়ে দেখি --
আমার পিঠে এঁকে দেওয়া উল্কি থেকে
গোলাপি সন্দিপন ডুব দিল মিছরির জলে
অথচ লিখে চলেছি একগুচ্ছ প্রেমপত্র
সঠিক ধ্রুবতারা নেই জেনেও।
একটি মন্তব্য পোস্ট করুন