নিষাদ-পঙ্‌ক্তি  


 

১.

প্রশান্তির অস্থির ছবিখানা ভাবতেই

তুলিখানি দু টুকরো হয়ে নেমে এল

বাতাসে ভেসে, অতঃপর শ্রাবণ ছুঁয়ে

যেতেই প্রাণ ভরে তোড়ে এল বন্যা।

 



২.

নিভে আসা সন্ধ্যার থেকে রাতটুকু

আলগোছে তুলে নিলে ভোরের যে

নির্যাসখানি পড়ে থাকে তার সন্ধান

আলোকবর্ষ পার করে লেখা থাকে।  



 

৩.

যেই সুরগুলো প্রিয় ম্যান্ডোলিনওয়ালা

তুলে রেখেছিল উৎসব আলো করবে

বলে, সেগুলি পরপর দাঁড়িয়ে নিষাদ

তন্ত্রীতে অনন্ত হাহাকারে ভরে গেছে।

 



৪.

যখন এহাতে তুলে ধর বিশুদ্ধ বরাভয়  

ওহাতে খেলা করে যায় বিরুদ্ধ বাতাস

স্পর্শ করে আছ অগ্নিভূম, দরজার ফাঁক

দিয়ে চোখে পড়ে তীব্র চোখ, অবয়বহীন।   







শুভাশিস গঙ্গোপাধ্যায়

Post a Comment

নবীনতর পূর্বতন