জন্মমৃত্যু
-৫
পৃথিবীর শুদ্ধতম আত্মার মধ্যেই
ডুবে গেছে প্রতিফলন যেন নিস্তরঙ্গ জলে
ধুইয়ে দেওয়া হয়েছে শেষকৃত্যের ধ্বংসাবশেষ
-৪
মৃত্যু সামনে এলে কমে যায় ভয়
কেটে যায় পিছুটান আর ক্ষয়ে ক্ষয়ে
সেবিকার ক্লান্তির অপরাধ বোধ চুল্লিতে পুড়ে যায়
-৩
অহং ও আবদারের মাঝে
বেঁচে থাকা ঢেউয়ে তলিয়ে যাচ্ছে
যে সংসার সেখানেই জন্ম অভিজ্ঞ প্রতিভার
-২
জন্ম পরবর্তী সব দেখে বুঝে
আমরা নতুন কোনো অজুহাত খুঁজেছি
কে কখন কোথায় ছেড়ে যাচ্ছে স্মৃতিতে গেঁথে রাখি
-১
উপস্থিতি কিংবা অনুপস্থিতি ব্যতিরেকে
যাবতীয় অস্তিত্ব ধুয়ে মুছে সাফ করার চেষ্টায়
আস্ত আঁতুড় ঘর হয়েছে তোমার সন্দেহতালিকা
০
প্রত্যেক ঝগড়ার পর অলিখিত অভিযোগে
স্রেফ চলে যাওয়ার সাক্ষ্য শূন্য থেকে শুন্যতার দিকে
দুঃস্বপ্নের কাছে সঁপে দেয় যাবতীয় অভিশাপ
১
ক্যালকুলাস ও আইগেন ভেক্টর গভীরে
যেতে পারে না জন্মের আগে কিংবা মৃত্যুর পরের
গোপনীয়তা নীল হতে হতে আকাশে মিলিয়ে যায়
২
সমুদ্রের কোলে মরে গেছে যে মেঘদল
তাদের সাথে বাক্যালাপ হয় না পাখিদের
ওরা আকাশে উড়ে ছুঁয়ে দেখতে চায় মেঘেদের
৩
স্বপ্নের ভেতর যেতে যেতে সর্বশান্ত নিরুত্তাপ
এখন কাঠগড়ায় দাঁড়ানো আসামির জীবন-মরণ
চিন্তা হয় না যেন শরীর বন্ধা হয়ে আছে বনবাসে
৪
ছদ্মবেশের মধ্যে যে শিকারী আছে
সে তো জানতে চায় না পাতা ফুল ফল শিকড়ের
এক আকাশ দুর্বলতা রয়েছে
৫
বাতাস পেতে পেতে পুনর্জন্ম হয়েছে
যে গাছের তার মাথার ভেতর সবুজ রাজরানীর দেশ
নারী ও নারী সুলভ চরিত্র জীবিত সম্পাদকীয় খেলায়
একটি মন্তব্য পোস্ট করুন