১
নির্বাচন আসে আর যায়,
মণিপুর-মালদায়...
২
এসি মেশিনের পাশে,
নয়নতারারা কাশে—কাঁপে,
সুউচ্চ হাওয়ায়...
৩
সাদা-চুলের বাবার পাশে
সুন্দরী হেঁটে যায়—
তবু-তবু করেও,
সব ফুটপাত
আঁড় চোখে চায়...
৪
র্যাগিং
করিডোরে ভারী বুটের আওয়াজ!
পতনের শব্দ ভেসে আসে....
দূর থেকে কাছে...
এ-শব্দ একদিন প্রতিদিন
যেন ব্যাং-লাফ দেবে...
আত্মঘাতী পতনের শব্দে,
আনমনা সমাজ চমকানোর শব্দও পাবে না!
৫
পেরেক
স্কুল যাওয়ার পথে গতকাল থেকে,একটা পেরেক পরে আছে।
ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা, পাড়ার দাদা-বাবা,পাশ-কাটানো সাইকেল, এমনকি দু-একটা ভ্যান, আর মাতব্বরও ওটা পেরিয়ে গেছে--'সেফলি'।
কেউ সড়িয়ে দেয়নি,
পথে পড়ে থাকা ভারতবর্ষের লক্ষ লক্ষ পেরেকের মতো!
একটি মন্তব্য পোস্ট করুন