গমগম করছে
হতাশার ব্যাকপ্যাক কাঁধে
গড়িয়ে যাচ্ছে বোবা মিছিল
ধর্নাপাখিরা ডানা ছেঁড়া স্বপ্নগুলোকে
উড়িয়ে দিচ্ছে 'ভাল্লাগে না' আকাশে
কারোর কোনও হুঁশ নেই
কর্মহীন শহর গমগম করছে
তেলতেলে স্লোগানে
বালিকা
ফুঁসছে জল
ফুঁসছে অন্ধকার
কোটরে বিপদ লুকিয়ে
আলোর অপেক্ষায়
যে বালিকাটি
গল্পকার, ওকে এখনই
পরিণত এঁকো না
বার্ধক্য
রাস্তার ধারে নিশ্চুপ বাড়িটি
পাশ দিয়ে বয়ে যায় প্রতিদিন
কত শত জীবনের ঢেউ
বারান্দায় সাদা শাড়িটির পাশে
মলিন পাঞ্জাবি
দুলছে একাকিত্বের হাওয়ায়
জং ধরা গ্রিলে ছায়ারোদের খেলা
সঙ্গী হয়ে উঠছে দুজনের নি:সঙ্গতায়
বিশ্বাস
হাতড়ানো ভয় ও অন্ধকারে
দূরের ছোট্ট আলোর বিন্দু যেন
হাত বাড়ালে
ধীরে ধীরে বাড়তে থাকে
আলোর পরিধি
কেন্দ্রাভিমুখে হাঁটো
তুমিও আলোর আফতাব
হয়ে উঠবে একদিন
সেলাই
ভাঙা মন হাতে দিয়ে বললে আমায়
'আমাকে সেলাই করো
টুকরো টুকরো ভেঙে গেছি আমি '
সারাদিন ঝাড়পোছে
ঝকঝকে করেছি সেলাই মেসিন
সাজিয়েছি লাল নীল রঙিন সুতোয়
তোমাকে জুড়তে বসে দেখি
সমস্ত টুকরোই আগে থেকে
হয়ে আছে নিপুণ সেলাই
একটি মন্তব্য পোস্ট করুন