ছোঁয়াচে সম্পর্কের লিপি


           




ছুঁয়ে থাকার নিজস্ব কোনো আলো নেই
আছে এক তীব্র চিহ্ন

        




ছুঁয়ে দেখিনি কখনো অথচ মনের মধ্যে
মৌরিফুলের মতো তোমার  বিন্দু বিন্দু কথা এখনও জাগিয়ে রাখে আমাকে 

          





বিয়োগান্তক মন-খারাপের স্মৃতি বয়ে বেড়াচ্ছে
বিকেলের মাঠে পড়ে থাকা হলুদ পাতা
নিশ্চুপে
          রঙিন জানালা
                            পোড়া-মনের লিপিকথা


          





অগোচরে ভেঙে যায় নিঃশ্বাসের ক্ষণ
এক বিশাল পাথরের উপর দাঁড়িয়ে ব্রহ্মাণ্ডের সৌন্দর্য উপভোগ করছি




     



অক্ষরের জ্বরে আক্রান্ত এক-একটা বাক্যবিনিময়,
অনুঘটকের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আলোর ক্রিয়াপদ
কিছুটা অসুখ গুঁজে রাখি গোধূলির প্রান্তে
তবুও প্রতি রাতে পাল্টে যায় জোনাকির সুর
  
        




লুপ্তপ্রায় মুহূর্ত নজরবন্দি হয় পুরোনো ডাইরির পাতায়
যেখানে অপেক্ষা এক বিরামহীন নক্ষত্রফুলের মতো,
যার উজ্জ্বলতা কখনো হারায় না
তবুও ছুঁয়ে দেখার  অন্তিম প্রচেষ্টায় জেগে থাকে হাতের উপত্যকা...

   

                        

সায়ন্তনী হোড়  

Post a Comment

নবীনতর পূর্বতন