অপেক্ষার প্রতিবেদন



আয়নার সামনে  স্বেদবিন্দু  দৃঢ় হলে
নিজেকে উপড়ে ফেলা জলছাপ মনে হয়
আরো এক অন্ধকার কোণায় পৌঁছে চলেছি
যেখানে শুষ্ক মৌসুমের চাদর পাতা আছে




            

রোঁয়া ওঠা ফুলের আড়ালে
খরস্রোতা অভিযোগের চাদর পাতা আছে

সেখানে বসে আছি একপক্ষকাল
শ্বাস বন্ধ হয়ে আসছে

    
        



ধনাত্মক অনুভূতিকে আরো ক্ষীণ সংলাপের মাধ্যমে ব্যাখা করি
যাতে শিকড় আরো সরল হয়ে ওঠে
জোড়া বুদবুদের মত আমি ক্রমশ নিঃস্ব হয়ে পড়ছি

                




ছোপ ছোপ রাগক্ষয়ের আড়ালে প্রতিদিনের রেওয়াজ নষ্ট হয়

একটা ভীষণ চাওয়ার পাশে প্রিয় মানুষটিকে রাখি
শ্যাওলা ধরা যানযটের মাঝেই হঠাৎ এসব দৃশ্য হারিয়ে যায়
তবুও খাদের কিনারে দাঁড়িয়ে থাকা গাছের শিকলে বাঁধা থাকে এই আকুলতা ...

    



  সায়ন্তনী হোড়             

Post a Comment

নবীনতর পূর্বতন