অভিমান

ভাগশেষ রোদ লেগে থাকে বাড়িদের গায়ে
সামান্য কিছু আলো
গ্রিল টপকে
চুঁইয়ে নামে
নীচে

শীতক্রীমের মতো লেগে থাকে ।
তোমার চোখে । গালে । ঠোঁটে ।
ঢেউ ওঠে
ভাঙা শ্বাস প্রশ্বাস
নাভির ওঠানামা।

তবু সারা আসে না কোনও -
ডাকের । আমার ! 



 


ছুঁয়ে 

অবেলায় তোমার 
জন্মদাগ ছুঁয়ে ফেলি 

আকাশজোড়া মেঘ । ছাইরঙ। 
বৃষ্টি নামে ভীষণ...



 



আলো

তোমায় ছুঁতে মন চায়

তোমার আলোর পাশে ,
বসতে ইচ্ছে করছে খুব ।







 

আশ্চর্য

আশ্চর্য জীবনবোধ থেকে
উদ্বুদ্ধ হয়ে ,
কাজ নেই ,
অতঃপর , কবিতা লিখতে বসি

দু চার অক্ষর ছড়ানো ছেটানো
কিছুই না ,
শুধু তোমায় এঁকে ফেলি বারবার।

বারবার! 


   




ভালোই 

এর বেশি কিছু মনে নেই 
শুধু মনে আছে
দিন - 
তোমায় প্রথম দেখার । 

এরপর , আর কি
যেমন চলে । 
ভালোই চলছে আর কি ।




চয়ন দত্ত 

Post a Comment

নবীনতর পূর্বতন