হৃদয় 

 
এই
আমার হৃদয় 

এখানে 
বেড়াতে এসো একদিন 

এখানে 
ভালোবাসা ও অনুরাগ

পরস্পর 
হাত ধরাধরি করে হাঁটে





২.
এই
আমার বাগান 

এখানে 
জুঁই গোলাপ ও চন্দ্রমল্লিকা 
অভিমান ভাগবাটোয়ারা করে নেয়

পাপড়িরা উচ্ছ্বসিত হয় আর

মৃদুমন্দ বাতাস এসে
প্রতিদিনই হৃদয় দুলিয়ে যায়





বাবলু সরকার


Post a Comment

নবীনতর পূর্বতন