আকাশফুল  

তোর কাছে চিরতন রেখে গেছি কবেই!

মেঘে মেঘে যখন কালবাউশের ঘাই শুনতে পেতাম, 
জানুর আকর্ষ থেকে নামিয়ে আনতাম
হ্রদের জল,
তোকে বলতাম, ফাতনায় চার দিতে...

দেখতে দেখতে শোক ভুলে গেছি
পার্বণ ভেসে যাওয়ার পর
জানলায় মেলে দিয়েছি
তোর ঋতুরক্তের কাঁথাকানি...

দেখবি,
মেঘ নয়
ঝিরিঝিরি ফুল ফুটবে আকাশ জুড়ে।



কৌশিক সেন






Post a Comment

নবীনতর পূর্বতন