ম্যাকবেথের তিন ডাইনি
ঘন অন্ধকার, বাইরেটা দেখতে এসেছি
যাব শিরিসের কোনাকুনি ছাতিম পর্যন্ত।
প্রতিবেশীদের সুরক্ষার দেয়ালে দেয়ালে
কুচকুচে কালো বেড়াল ঘাপটি মেরে বসে
আছে। নখ দাঁত ধারালো
হিংস্র আঁশটে গন্ধ!
খাতাকলমে থেকে যাওয়া অঢেল প্রতিশ্রুতি
এই সব নিয়ে কেউ মাথা ঘামায় না।
অ-সময়ের বিবেচনায়
মনে পড়ে ম্যকবেথের তিন ডাইনি....
পাড়ায় পাড়ায় ঘুরছে!
গান-পয়েন্টে মৌলিক অধিকার।
একটা সাঁকো
মন ভালো নেই।
লুঠ হয়ে যাচ্ছে
মাটি জঙ্গল নদী ও খনি।
বাউল মানে শাদামাটা বিশেষ কিছু----
ভাবতে রাজি নই। তুলনা করা যায়
এমন কোন পার্থিব নজিরও নেই।
একটা সাঁকো, এপার ওপার
বিভেদ বিভাজন রুখে আড়াআড়ি
পড়ে থাকে মানুষের পায়ে পায়ে।
আরো কিছু বলার ছিল। বলা গেল না
মন ভালো নেই -----ভালো নেই
গ্রাম শহর ভাবতে ভয় হচ্ছে। ভয়!
দিনরাতের গাছপালা
এখন বিশ্রাম, অনেকটা হাঁটা হল
চা-পানের বিরতি।
উলটো দিকে বন্ধ রঙের কারখানা
ভেঙেচুরে মুখ থুবড়ে পড়ে আছে।
বিশাল এক দৈত্যের মতো চিমনি
বোবা ধোঁয়া নেই।
ন'টার ভোঁ-----ঘড়ি মেলানো এখন
অতীত। বন্ধ দরজার সামনে দীর্ঘ
বকুল গাছ। ওর নিচে
মলিন শহিদবেদী। সারারাত
অফুরন্ত বকুল ফোটে উজ্জ্বল
নক্ষত্রের মতো। বেদীটা স্নান সেরে
নেয় বকুলের জলে।
দৃশ্যত অদৃশ্য
আমাকে কেউ দেখছে না
ডাকাডাকি নেই....দৃশ্যত অদৃশ্য।
খোঁজখবর চলছে, বুকের ঠিক
কোন্ ঘিঞ্জি গলির মধ্যে
নির্বাসিত বিষাদ-দু্ঃখ।
একই সঙ্গে খোঁজ নিচ্ছি
কদম গাছের কোন্ ডালে বাসা
বেঁধেছে অচিন পাখি।
জলকালির কবিতা লিখে চলেছি
বিরাম নেই। আর খুঁজে বেড়াই
হৃদয়ের কোন্ অদেখায়
কবিতার জন্ম ও মৃত্যু।
গায়ে জড়াব অন্ধকার
দিন ও রাতের তফাতটা ঠিক
এরকম :
রাতের গাছপালার ছায়া ধারণের
ক্ষমতা দিনের চেয়ে অনেক বেশি।
মেঘ ছুঁয়েছি চাঁদ ছুঁয়েছি ; এবার
বিশ্রামের পালা। খালি গায়ে
জড়িয়ে নেব অন্ধকার ।
মহাবিশ্ব ব্রহ্মান্ডের কিছুই অস্পষ্ট
অসত্য নয়----সহজ। আরো বেশি
সরলতা আলোর গতিশক্তির জন্য।
কল্পনায় গা ভাসিয়ে যা হোক, তা হোক
রক্তপাতের মধ্য দিয়ে আমরা হাঁটছি।
গল্পের শুরু ও শেষ
হাতে প্রাচীন লন্ঠন
কারা যেন অন্ধকারে হেঁটে যাচ্ছে।
মাঠের শেষে জঙ্গল। শেয়ালের হাঁকডাক
আকাশে বোকা বোকা গোলগাল চাঁদ ।
কথায় কথায় গল্পের শেষটা হুড়মুড়িয়ে
সামনে চলে এলো। এবার নতুন গল্প
তারপর আরেকটা----বাঁধা নিয়মে
চলতেই থাকে চলতেই থাকে----
গল্প তবু ফুরিয়ে যায় না।
হিজল কালোয় জোনাকির ঝিলিমিলি
এখন গ্রাম্য কাহিনি ; আপন মনে
নদী ভাবছি, রম্য ছবির মতো।
একটি মন্তব্য পোস্ট করুন