পরাজয় না

01.08.2023।

কথার খেলাপ মানে নো সাধুবাদ
তবু গাছ বাড়ে
অটোফেজি সংস্কার অন্ধত্ব হারায় মনের ভেতর
দূরে রাখি বাসি ভাত  ।।

দিন ঘুমিয়ে পড়তেই রাতের আশ্রমে ফেরে
রাতচরা পাখি বনবেড়াল
ভাঙে ঘর। হৃদয়  ।।

নষ্টাল কথা সব গুছিয়ে রাখি আজও
জেব্রা ক্রসিংয়ে রেড লাইট তবু পেরিয়ে যায় সবাই
আমি পারছি না
তবু আমার পরাজয় না  ।।

হামিদুল ইসলাম

Post a Comment

নবীনতর পূর্বতন