১]
একটি গল্পপাঠ
গল্প বলতে যারা শুধু গল্পই বোঝে
তাদেরকে একটি মাছের পেটে ঢোকাও
জল-জল খাবিতে
কীভাবে জীবন ঢোকানো থাকে
কীভাবে রক্ত থেকে মাংস, মাংস থেকে চোখ
চোখ থেকে খিদে
খিদে এবং খিদে বেয়ে
আঁষটে গন্ধ ছড়িয়ে পড়ে
একটা সফল ব্যবসা গড়ে তোলে
জানতে পারলে যেকোনো গল্পকারের
সৃষ্টি নিয়ে আর
তারা নরখাদকের মতো হেঁটে যেতে চাইবে কি
২]
নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা
সে রাতেও তোমার ঘুম ভেঙেছিল
কোনো ঝড় হয়নি
ভূমিকম্পে কেঁপে ওঠেনি পৃথিবী-ও
আমার ডাক তোমাকে বিরক্ত করেনি, নিশ্চিত
সেই সমস্ত কারণের
একটিও দেখাতে পারবে না— জানো
অজুহাতগুলো কাছে টেনে নিলে
দূরত্ব বেড়ে যায় নিজের থেকে নিজেরই
আর নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণায়
ঘুমের মধ্যে জেগে উঠতে হয়
৩]
রং-বেরং
প্রত্যেক দিনের একটা করে রং হয়
রাতেরও, স্বতন্ত্র
অনেকগুলো রং মিশে থাকে
বেরঙিন শব্দের মধ্যে
খুঁজতে খুঁজতে তুমি জেগে ওঠো,
ঘুমিয়ে পড়ো নিয়মমাফিক
এর মাঝখানে
যেক'টি রং তোমার চোখে পড়ে
আপেক্ষিক
মন ছাড়া তাদের কোনো বংশপরিচয় নেই
একটি মন্তব্য পোস্ট করুন