রোদ্দুরের দিকে
সংসারের টবগুলো রোদ্দুরের দিকে রেখে যাবো ;
দীর্ঘ দীর্ঘ বৎসর প্রাচীন বৃক্ষের থেকে ঝোলে
আমাদের কড়ি ও কোমল আর আমাদের কান্নাস্বপ্নগুলো ।
তাদের কী অরক্ষিত রেখে যাওয়া অবিচার নয় ?
এসব দিশার বিন্দু বিদিশায় লুটোপুটি খায় ।
দূরে যাওয়া কী কঠিন সকলে বোঝে না ,
তোমার চোখের থেকে চোখ কেড়ে নিয়ে
আমি তাই প্রাণে ধরে সফরের কথাও ভাবি না ।
স্থিরাস্থির
তোমায় ভালো রাখার চেষ্টা বৃথা
তোমাকে কোনো নদী দেখানোও ভুল
তোমার চোখের লেন্সে মাখামাখি
ছায়াগর্ভী অন্ধকার , হাসির অভাব ঠোঁটে ।
আসলে আমরা বাঁচতে চেয়েই এত দূর
নইলে এমন হাঁটার মানে আর কী !
তোমার বনে গাছেরা বড় হলে
মৃতবৎসা ঝোপের শোক কেন ?
কত বছর পেরুলো তার পরে
চোখের জলের রঙেও বদল এল
এখন তুমি সাঁকোর ওপর চেপে
কেবলই বলো ভীষণ নড়বড়ে ।
একটি মন্তব্য পোস্ট করুন