নীলোৎপল গুপ্ত









চিরহরিৎ ঘাসেরা শুধু জানে


দিনের শেষে দিন মিলালো
সন্ধে-আলো অন্য কথা বলে
তুমিও কেন গাছের মতো একা
ভাবনা ঢাকো বিচিত্র বল্কলে ? 

ভাবনা তো এক সবুজ ছাওয়া দ্বীপ
তিন দিকে তার তিনটি নদী বয়
নদীর জলে ঈষৎ মৃদু ঢেউ
ফিসফিসিয়ে গোপন কথা কয়।

গোপন ঘিরে পাখির আনাগোনা 
কথারা শুধু পালক হয়ে ভাসে
খসেও পড়ে একটি-দুটি নিচে
হৃদয় ঢাকা চিরহরিৎ ঘাসে।

ওই তো ওই যাচ্ছে নিভে আলো
পাখিরা তবু উড়ছে আসমানে
ঝরাপালক কেমন করে কাঁদে
চিরহরিৎ ঘাসেরা শুধু জানে

Post a Comment

নবীনতর পূর্বতন