চয়ন দত্ত 


আলিঙ্গন

মোটা বই
দুভাগ করে খুলি ।
মুখ রাখি । ডোবাই ।
গন্ধ নি ...

কতকাল তোমায় জড়িয়ে ধরিনি !





দরজা

দরজা খোলা রাখি ,
হাওয়া আসে । বাতাস আসে ।
আবর্জনাও আসে খানিক !

তবু তুমি ,
আসো না । 





আত্মহত্যা

তুমি যোগাযোগ বন্ধ কর ।

আত্মহত্যা করে ,
টবের গোলাপ!





বিকেল

তোমার সাথে নেওয়া প্রথম নিঃশ্বাস!

বিকেল নামে ,

তোমার
     আমার ,
            বুক
                গড়িয়ে...







কোকিল


আমারা ঘন হই । খুব ।

বেহায়া কোকিল -
ক্লান্ত। বধির।

ডেকে চলে অবিরাম ! 

Post a Comment

নবীনতর পূর্বতন