আমিনুল ইসলাম 




আ ভা স





সবকিছুকেই এলোমেলো করে দিল

তকে না পেয়ে 

ক্ষণিকের জীবন নিয়েই ফিরে গেল 






মেঘডাক শোনার আগে
বলা হয়নি কোনো কথা  কোনো ব্যথাই 

একটি জীবন সুন্দর পারতো হতেই
তবুও প্রখর রোদে চেয়ে আছে জলাশয়







তারপর আগুন লাগলে
নিভানো অবদি অবশ 
 
ঠোঁটে আলকাতরা মাখায়
সব নিরুপায় নিরুপমা
একঘেয়ে শিশুসুলভ তাপমাত্রায়

আর নিভে যেতে যেতে প্রদীপ জ্বেলে গেল 
এইসব আইবুড়ো কথার সেলাই 




















Post a Comment

নবীনতর পূর্বতন