আমিনুল ইসলাম
আ ভা স
১
সবকিছুকেই এলোমেলো করে দিল
তকে না পেয়ে 
ক্ষণিকের জীবন নিয়েই ফিরে গেল 
২
মেঘডাক শোনার আগে
বলা হয়নি কোনো কথা  কোনো ব্যথাই 
একটি জীবন সুন্দর পারতো হতেই
তবুও প্রখর রোদে চেয়ে আছে জলাশয়
৩
তারপর আগুন লাগলে
নিভানো অবদি অবশ 
ঠোঁটে আলকাতরা মাখায়
সব নিরুপায় নিরুপমা
একঘেয়ে শিশুসুলভ তাপমাত্রায়
আর নিভে যেতে যেতে প্রদীপ জ্বেলে গেল 
এইসব আইবুড়ো কথার সেলাই 
 
একটি মন্তব্য পোস্ট করুন