আগুন পাখি
তখনো জ্বলছে আগুন
বার্নিং ট্রেণে হতাহত হাজার পাসেঞ্জার
তবু কারা যেনো জীবন কুড়োই
পোড়া পোড়া বীভৎস ট্রেণের চাকায় ।।
জীবন তখনো ইলুশন
জীবন তখনো ইনটক্সিকেশন
আমরা মায়ার বাঁধন ছিঁড়ে ফেলে
ফিরে আসি কবরখানায়। হৃদয়ে মাখি কবরের কান্না ।।
বার্নিং ট্রেণ তখনো জ্বলে
আগুনে পোড়ে রাত
দূরে দূরে হাজার পরিবাসী চোখ
তবু আমি খুঁজি জীবন। আমি খুঁজি দুপুরের রোদ্দুর ।।
ইচ্ছেগুলো স্বাধীন
মানুষ আজও পরাধীন
তবু আগুন পাখি আজও ভাঙা বাসা গড়তে চায় ।।
একটি মন্তব্য পোস্ট করুন