সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা




সম্ভাবনা 

যদি একটি স্বপ্নের নাম সম্ভাবনা হয়,
তাহলে পৃথিবীটা আলোয় ঝলমল করে ওঠে।
তবু কিছু সম্ভাবনা আটকে থাকে পথের বাঁকে।
কিছু ঐতিহাসিক ভুলে।
আর কিছু সম্পর্কের পরিত্যক্ত ঝিলে।







বিমূঢ় অপরাহ্ন

নদী আর নৌকোর ফাঁকে বিমূঢ় অপরাহ্ন দোলে।
সন্ধ্যার রূপময়তা নিয়ে
পাখিরা নিজের ঘরে ফেরে রোজ।
আমিও ভাবতে থাকি...
সমকালীন মানুষের ভাঙাচোরা বিকল্প মুখ নিয়ে।







ছায়ার সংকলন

সার সার ছাতিম গাছ ঘিরে ছায়ার সংকলন।
এই প্রখর দুপুরে ক্লান্ত পথিকের আনাগোনা।
ঘাসের প্রচ্ছদে স্পষ্ট রোদের তীব্রতা।
গাছের শরীর জড়িয়ে শিকড়ের হদিস কিংবা 
অসমাপ্ত পথের লুকনো উৎসমুখের খোঁজ।

Post a Comment

নবীনতর পূর্বতন