করবী মুখোপাধ্যায় 










পোড়ে শৈশব

বিশ্বাসের বিপনি ছেঁড়ে পাল
দুই হাতে দুই শূন্য দাঁড়িয়ে।
নিজস্ব নিয়মবিধি মেনে
ইঁদুর ছড়িয়েছে করাতদাঁত --
শৈশব পুড়ে খাক হয়।।







খুঁজি সম্পর্ক   

জলস্রোতে ভেসে যায়
        রাত্রিযাপনের শপথ,
দমকা হাওয়ায় ওড়ে দগ্ধ মুহূর্ত
রোদ্দুর খুঁজে নেয় সমাহিত সম্পর্ক।।







দায়  

হৃদয়ে থাক একখানি জলাধার
শুনি অসমাপ্ত শর্তগুলির
                       প্রানপণ চিৎকার ।
ভায়োলিনে ঝড় উঠুক --
জলের মধ্যে জ্যোৎস্নার ছায়া পড়বেই
আত্মবিস্মরনের কোনো সুযোগ নেই।।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন