বিভাবসু
ব্যূহোৎসব
বিষণ্ণতার চারিদিকে স্মৃতির খড়কুটো জড়ো করছি
তারপর অনন্ত ব্যূহোৎসব
আত্মধ্বংসের মিহিন মহড়া
অতল তলে
পায়ে পায়ে পাতালে পৌঁছে গেলাম
তবু অতলের না পেলাম তল
না পেলাম তাল
ক্রমসংকোচন
দিগন্ত ক্রমশ সংকুচিত হচ্ছে
আমাদের চোখের ভাসান তাই অশ্রু হতে চাইছে
২১.০৩.২৩
একটি মন্তব্য পোস্ট করুন