দেবানন্দ ভট্টাচার্য
নীল সফরে
কে পুড়ছে কার আগুনে
আকাশ নাকি চিল?
চক্রাকারে বারংবার নীল সফরে
তখনও দ্বিপ্রহর----জ্বলছে আকাশ!
বিসমিল্লাহর সানাই
তলানিতে রাত্রি শেষ চাঁদ
নিভেছে কিছু ক্ষণ অপেক্ষা নীরব
প্রথম ভোরে বিসমিল্লাহ
সানাই বাজাবেন!
নিজস্ব ছায়া
অবশেষে আবারও সমুদ্র সৈকতে
অসংখ্য পদচিহ্নের লুপ্ত সংকলনে
নিজস্ব ছায়াটিকে হারিয়ে এসেছি
ছায়া নেই----ভিজে হাতে নীল নুনজল!
সাবালোকত্ব
নিয়ে যাও রং ফেরত দিচ্ছি
শুধু ছবিটি নয়-----দেওয়া যাবে না।
গিরিখাত থেকে উঠে এল সাবালোকত্ব
ক্ষমা করতে শেখেনি যে।
একটি মন্তব্য পোস্ট করুন