পিনাকী রঞ্জন সামন্ত









বিড়াল একটি উত্তরাধুনিকতার প্রতীক।

ও মাঝে মাঝে আমার বাগানের গেটের বাইরে 
এসে দাঁড়ায়, আমাকে দ্যাখে, ঐ দ্যাখার ভিতরে ভালোবাসার কোনো চিহ্ন থাকে না, 
মনে হয় ও যেন আমার অফিসের বস এবং
ও যেন আমার এই বাড়ির মালিক, 
শরীরে তার কর্পোরেট গন্ধ, হৃদয়ে তার নর্দমার দুর্গন্ধ 
আমি খুঁজে পাই ।

আমি চুপচাপ তাকে দেখি - যেভাবে রাস্তার লাইটপোষ্টগুলি স্ট্যাচু হয়ে রাস্তাকে দ্যাখে । 
যদিও একসময় সরে পড়ে সে ।

আবার আসে 
রাত্রি গভীর হলে আমার স্বপ্নের ঘুম ঘোরে । 
ও আমাকে স্বপ্ন দেখায়....
দেখি 
একটি নৌকো 
সমুদ্র গভীরে ভাসতে ভাসতে চলে যায় ঐ সুদূরে 
দেখি 
একদল সৈনিক পদব্রজে হাঁটতে হাঁটতে কখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে 
আর দেখি......
একটি দেশ ক্রমশ হারতে হারতে শেষ হয়ে যায়
একদল কুৎসিত জানোয়ারের অমানুষিক 
লোভে
সে শুধু আমাকে বলে....... 
আমি কিন্ত একটি বিড়াল ।

ঘুম ভেঙে যায় আমার । একময় উঠে পড়ি । 
দেখি 
ঐ বিড়ালটি এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেল
একটি বিভৎস সঙ্কেত রেখে ।।

Post a Comment

নবীনতর পূর্বতন