দৈবকী ঘোষ



ছায়াপথের কাব্য

একটা শ্যাম্পেনের নেতিবাচক প্রবাহে 
বলে ফেলতে পারি ঠিক‌আছি 
যদিও  ঠিক থাকাটা সংকল্পের উর্দ্ধসীমা মেপে
পরিহাস প্রিয়তা আগলে
গচ্ছিত হয় জীবনালেখ্যে, 
সংস্কার আর সংশোধনীর রফায়
জোলো হয় ছায়াপথের কাব্য
তবুও বাচিকতায় তোয়াজী পরোয়ানা
আদ্যপ্রান্ত ঠিক আছি।










ভোঁতা পাথরে জমে থাকে ইতিবৃত্ত

একাকীত্ব আর নীরবতার খোঁজে
বহমান স্রোত আগলে নেয় সময়
গভীরতম কেন্দ্রে থাকে নির্ভীক আস্বাদন
আর গূঢ়তম স্বত্ত্বা নিগূঢ় হয়
পাতানো কোনো গল্পে  খেলনা গুলো মামুলী হলে
দৃশ্যত হয় আকাশের ইশারা
শ্যাওলা জড়ানো শরীর
শর্তবদ্ধ হয় ক্ষয়িষ্ণু পরিকল্পনায়
ভোঁতা পাথরে জমে থাকে ইতিবৃত্ত
তখন শোনা যায় আহাম্মকি রিয়াজ
স্যালুটটা নামিয়ে নিয়ে প্যরেড মার্শেলে
চলে আক্ষরিক বেঁচে ওঠা।




বেঁচে থাকে প্যাঁচার খিদে

সমস্ত বুননটা হয়ে গেলে
পাঁজরের মাপে অবর্ধিত নক‌আউট
শুধু কতগুলো মিথোস্ক্রিয়ার শব্দ তোলে
সন্ধ্যাকালীন রাগে অনায়াসে 
বেঁচে থাকে প্যাঁচার খিদে
গুমোট সরোবর জমে ওঠে  অন্ধকারের আবর্তে
পাতায় পাতায় তখন শুধু হিসেবি অঙ্ক
এরপর... এরপর...

Post a Comment

নবীনতর পূর্বতন