প্রকাশ ঘোষাল
ছন্নছাড়া মহড়া
বিছানায় মৌমাছি! সারারাত
একটা পাগল কীর্তনাঙ্গের গান গাইতে গাইতে নেপচুনের দিকে উড়ে গেল।
২.
জুতোর নিচে পৃথিবী!
স্তব্ধতার খাতায়
এক দয়ালু দার্শনিক লিখে রাখলেন-
টরিসেলির শূন্যস্থান প্রকৃতই স্বাস্থ্য নিবাস।
৩.
মৃত্যু আর মৃতের মধ্যিখানে দাঁড়িয়ে
সিঁড়ি ভাঙা অঙ্কের কসরত
চরিত্রলিপির শীর্ণ মঙ্গল
যার কোন ভাগফল নেই।
একটি মন্তব্য পোস্ট করুন