নীলম সামন্ত






হাওয়ায় করেছি যে দান

কথাগুলো হাওয়াতেই এসেছিল, 
মহাভারতের দ্বিতীয় অধ্যায়ের ওপর উপবিত। 
হঠাৎ গ্রীষ্মের দিন, 
মনে পড়ে
আমরা দুজনেই চেয়েছিলাম বেপরোয়া উপরাগ।







বাঁধন ছেঁড়া প্রাণ

ফাঁকা মাঠে দাঁড়িয়ে কাউকে ডাকি। 
অনন্তের অবগাহন শেষে
পৃথিবীর দামাল সুগন্ধে 
পায়ে হাত রেখেছিলে; 
বাসন্তী বিকিরণ -
নতুন করে আজ আর কাউকে ডাকিনা।








অলক্ষ্য রং লাগল আমার অকারণের সুখে

অন্তত, আরও'র পরে বিস্ফোরণ ঘটেছিল 
কাপ ভর্তি কফি 
মুখোমুখি এসরাজ
লোপাট হচ্ছে বোহেমিয়ান পরাগায়ন 
আহ! কী দারুণ পোড়া আমাদের খাজুরাহো ফ্রয়েড।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন