ফাগুন কথা
১)
গাছের শাখায় শাখায় বসন্তের বার্তা নিয়ে ফুটেছে পলাশ
বাসন্তী রঙের আঁচল উড়িয়ে নাচছে সরষের খেত
আমার বসন্তের ডাইরিতে এখন বিষাদ রঙের মাখামাখি।
২)
নাকচ করেছি যাবতীয় রঙ
কুয়াশার আড়ালে ঢেকে রেখেছি নিজেকে
রঙীন থালা মেলে ধরেছিল সামনে যারা
টুপটাপ খসে পড়ছে মুখোশ তাদের।
৩)
ন্যাড়া পোড়ার আগুনে ঝলসে গেছে স্বপ্ন যত
পূর্ণিমার চাঁদেও অমাবস্যার ছায়া দেখতে পাই
তবুও আমার কলম বসন্তের কবিতা লেখে।
একটি মন্তব্য পোস্ট করুন