হোমঅণুকবিতা অণুকবিতা : রথীনপার্থ মণ্ডল ভুবনডাঙা 0 মন্তব্যসমূহ Facebook Twitter রথীন পার্থ মণ্ডল১. আমি আজও তোমার দরজায় ঢোকার অপেক্ষায় আছি। ২. ফুরিয়ে আসছি, এখন তাই নীরবতার প্রেমে পড়তে ইচ্ছে করে। ৩. তুমি না থাকলে আমি সকালের মাঝে নিজেকে খোঁজার চেষ্টা করতাম না রাত্রি। Tags অণুকবিতা Facebook Twitter
একটি মন্তব্য পোস্ট করুন