রথীন পার্থ মণ্ডল






১. 
আমি আজও তোমার দরজায় ঢোকার অপেক্ষায় আছি। 




২. 
ফুরিয়ে আসছি, এখন তাই নীরবতার প্রেমে পড়তে ইচ্ছে করে। 




৩. 
তুমি না থাকলে আমি সকালের মাঝে নিজেকে খোঁজার চেষ্টা করতাম না রাত্রি। 

Post a Comment

নবীনতর পূর্বতন